বাসস
  ১৩ এপ্রিল ২০২৩, ১১:১৩

সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি সুকুমার দাস আর নেই

যশোর, ১৩ এপ্রিল, ২০২৩ (বাসস): সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সুকুমার দাস (৬৬) আর নেই। বুধবার দিবাগত রাত সাড়ে নয় টার দিকে না ফেরার দেশে চলে গেছেন তিনি। 
রাত নয়টার দিকে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়। হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যের স্বজন সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে সুকুমার দাস অসুস্থ হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসকরা পরীক্ষা করে নিশ্চিত হন তার হার্টে ব্লক ধরা পড়েছে। চিকিৎসকরা তাকে খুলনায় রেফার করেন। খুলনা সিটি হাসপাতালে এনজিওগ্রাম শেষে তার হার্টে একটা রিং পরানো হয়। গত ৯ এপ্রিল খুলনার হাসপাতাল থেকে যশোরের বাসায় আনা হয় তাকে। 
প্রয়াতের মরদেহ আজ সকাল ১০ টায় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে শ্রদ্ধা জানানোর জন্য রাখার পর বেলা ১১টার দিকে নীলগঞ্জ মহাশ্বশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।  
সুকুমার দাস দাস উদীচী যশোরের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।