শিরোনাম
ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৩ (বাসস) : শুভ বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
আগামীকাল শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৭ টায় রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে এই শোভাযাত্রা শুরু হবে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলা নববর্ষ উপলক্ষে আগামীকাল ১৪ এপ্রিল সকাল ৭টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে এক আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল এমপির সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। শোভাযাত্রা টি বিভিন্ন এলাকা ঘুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সমানে এসে শেষ হবে।