শিরোনাম
যশোর, ১৩ এপ্রিল, ২০২৩ (বাসস): জেলার বাঘারপাড়া উপজেলার রাঘবপুর এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সামাদ (৩৫) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার বন্দবিলা ইউনিয়নের রাঘবপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মৌসা গ্রামের তোয়াফ মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী যাত্রীবাহী একটি বাস সকাল ৭টার দিকে বাঘারপাড়া উপজেলার রাঘবপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাছভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে তিনজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে আব্দুস সামাদ মারা যান। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাঘারপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।