শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১৪ এপ্রিল, ২০২৩ (বাসস): গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি'র উদ্যোগে আজ ৩০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে সকাল ৯টায় ৩০টি দরিদ্র পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল, লবন, চিনি, আলু, পেঁয়াজ, রসুন, সেমাই, দুধসহ বিভিন্ন প্রকার ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ এস এম আশিকুর রহমান, কৃষিবিদ মনিরুল ইসলাম মিলন, কৃষিবিদ আসলাম হোসেন শেখ,কৃষিবিদ নিটুল রায়, কৃষিবিদ সীমা হালদার উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী পেয়ে আনন্দিত উনশিয়া আশ্রয়ণ প্রকল্পের রাবেয়া বেগম (৭০)। তিনি বলেন, অনেক খাদ্যসামগ্রী পেয়েছি। ঈদে আমাদের আর তেমন বাজার করা লাগবে না। আমাদের যারা এ খাদ্যসামগ্রী দিয়েছে আল্লাহ যেন তাদের ভালো রাখেন।