বাসস
  ১৫ এপ্রিল ২০২৩, ১৫:৪৩

ভোলায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

ভোলা, ১৫ এপ্রিল, ২০২৩ (বাসস): জেলার সদর উপজেলায় আজ জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার সকালে শহরের একটি রেঁস্তোরায় বাংলাদেশ ব্যাংক বরিশাল অঞ্চল এই কর্মশালার আয়োজন করে। সোনালী ব্যাংক ভোলা শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ব্যাংকিং) অসিত ভূষণ শীল প্রধান অতিথি ছিলেন।
ভোলা সোনালী ব্যাংকের জোনাল ডেপুটি ম্যানেজার সরদার মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন, ভোলা পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. আব্দুস সাত্তার, ডাচ বাংলা ব্যাংকের ভোলা শাখা প্রধান মো. বাবুল খান, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. কবির হোসেন, ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. কামাল হোসেন, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফিরোজ মাহমুদ, অগ্রণী ব্যাংকের ম্যানেজার পঙ্গজ দেবনাথ প্রমুখ।
বক্তারা বলেন, ঈদ এলেই একটি অসাধু চক্র জাল টাকা ব্যবহারে সক্রিয় হয়ে উঠে। এই জাল নোট প্রতিরোধে একা সরকার কিংবা ব্যাংকার যথেষ্ট নয়, জাল টাকা রোধ করতে সকলের সমন্বিত উদ্যেগ দরকার। সকলের প্রচেষ্টা, সহযোগিতা ও সচেতনতাই পারে সমাজে জাল টাকার নোট প্রতিরোধ করতে। তাই জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান তারা।