শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১৫ এপ্রিল, ২০২৩ (বাসস): জেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে গোপালগঞ্জ বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি।
আজ শনিবার গোপালগঞ্জ শহরের ক্ষতিগ্রস্ত বস্ত্র ব্যবসায়ী তপু বিশ^াস, মো. হামিম মজুমদার ও কার্ত্তিক হীরাকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় বস্ত্র ব্যবসায়ী সমিতির সদস্য কাজী শাহাদৎ হোসেন, আকরাম সিকদার, গোপাল সাহা, লিটন সিকদার, শেখ ওয়াহিদুন্নবী, নিখিল সাহা, আলোক সাহা সহ বন্ত্র ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
গত ৭ এপ্রিল গভীররাতে জেলা শহরের কাপড়পর্টির ফেন্সি শাড়ি হাউসের ২য় তলায় আগুন লাগে।