বাসস
  ১৫ এপ্রিল ২০২৩, ১৬:০৩

শরীয়তপুরে ৫০টি প্রতিবন্ধী শিশু পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

শরীয়তপুর, ১৫ এপ্রিল, ২০২৩ (বাসস) : ঈদকে সামনে রেখে জেলায় ৫০টি প্রতিবন্ধী শিশু পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 
আজ শনিবার দুপুরে সদর উপজেলা অডিটরিয়ামে জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের উদ্যোগে সদর উপজেলা প্রশাসন বিশেষ চাহিদা সম্পন্ন ৫০টি শিশুর পরিবারের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন- শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই ১ প্যাকেট, সয়াবিন ১ লিটার, ডাল ১ কেজি ও চিনি ১ কেজি।