শিরোনাম
নওগাঁ, ১৬ এপ্রিল', ২০২৩ (বাসস) : জেলায় আজ ১২শত দরিদ্র পরিবারের মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নগদ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
দুপুর ১২টায় উকিলপাড়া ঈদগাহ মাঠে বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী আবু হায়দার রুমি'র ব্যক্তিগত তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়।
নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্ধারিত দরিদ্র পরিবারের মধ্যে এ টাকা বিতরণ করেন।
এ সময় আবু হায়দার রুমি,ডি এম আব্দুল আউয়াল তোতাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১২শত পরিবারের মাঝে নগদ ৫শত টাকা করে মোট ৬ লাখ টাকা প্রদান করা হয়