বাসস
  ১৬ এপ্রিল ২০২৩, ১৩:৪৩

কোটালীপাড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১৬ এপ্রিল, ২০২৩ (বাসস) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ  মুজিব শতবর্ষে শত গ্রন্থাগারে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক পাঠচক্রে অংশগ্রহণ করে বিজয়ী ১২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। 
 জাতীয় গ্রন্থকেন্দ্র ও সংস্কৃতিক মন্ত্রণালয়ের  উদ্যোগে কোটালীপাড়া উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে  জ্ঞানের আলো পাঠাগারে ভবনে  সকাল ১০টায় এ পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। 
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, সাংবাদিক মিজানুর রহমান বুলু, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি আলী আক্কাস লিটন প্রমুখ বক্তব্য রাখেন। 
আলোচনা সভা শেষে কোটালীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও আওয়ামী লীগ নেতা  মতিয়ার রহমান হাজরাকে জ্ঞানের আলো পাঠাগারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।