শিরোনাম
শেরপুর ,১৭ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলার নালিতাবাড়ীতে খাদ্যে স্বয়ংসম্পন্নতা ও নিরাপত্তা অর্জনের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আজ ১ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। সকাল ৯টায় উপজেলা মুজিব জন্মশতবর্ষ মঞ্চে এসব প্রণোদনা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ইফফাত জাহান তুলির সভাপতিত্বে র্ভাচ্যুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব আবুবক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমদ ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফারুক আহসান প্রমুখ। পরে ১ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল ৫ কেজি করে আউশ ধান বীজ, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।