শিরোনাম
ভোলা, ১৭ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলার লালমোহন উপজেলায় আজ মৎস্যজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১৭ টি বাছুর বিতরণ করা হয়েছে। দুপুর ১২টায় ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথি হিসেব জেলেদের মাঝে এসব বাছুর তুলে দেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খানম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: রুহুল কুদ্দুস প্রমূখ উপস্থিত ছিলেন।
এখানে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, আমাদের জাতীয় সম্পদ ইলিশ বৃদ্ধি করার জন্য জেলেদের মাঝে এসব বাছুর বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে জেলেরা বিকল্প কর্মসংস্থানের সুযোগ পেলো।
এর আগে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন উপজেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এছাড়া পরে তিনি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে বঙ্গবন্ধু দাবা টুর্নামেন্টে’র উদ্বোধন করেন।