শিরোনাম
চট্টগ্রাম, ১৭ এপ্রিল, ২০২৩ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর উপহার দেয়া ঈদ উপহারসামগ্রী পেল ২০০০ দু:স্থ পরিবার। মেয়রের হাত থেকে শাড়ি, পাঞ্জাবি নিয়ে হাসিমুখে ঘরে ফিরেন হাজারো অসহায় মানুষ।
রোববার কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর সহযোগিতায় এই উপহার বিতরণ করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
এ সময় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর নেয়া এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, ঈদের আনন্দ উদযাপনে অভাবগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য আমাদের এ প্রয়াস। আজকের এ মহতী উদ্যোগের সাথে সংশ্লিষ্ট কাউন্সিলর ওয়াসিম উদ্দিনসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর সর্বশ্রেষ্ঠ সময় এ সিয়াম সাধনার মাস রমজান। আশা করি, অন্যরাও এই উদ্যোগে উৎসাহিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, ড. বিদ্যুৎ বড়ুয়া, মো. আবু বকর ছিদ্দিক, রোমানা চৌধুরী, নুরুল মোস্তফা, আবুল হাশেম শাহ, হায়দার আলী, আবদুল মতিন, কলন্দর খান, আব্দুল মালেক, প্রিয়ালাল মজুমদার, ছাদেক খান, আব্দুল মতিন সওদাগর, জামিল দেওয়ান, জাবেদ খান, আনোয়ার হোসেন, হায়দার আলী, শুরুজ জামান, হাজী নাছির প্রমুখ।