শিরোনাম
মেহেরপুর, ১৮ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলায় ‘প্রচন্ড তাপদাহে অগ্নিকান্ড প্রতিরোধে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন আয়োজিত প্রচন্ড তাপদাহে অগ্নিকান্ড প্রতিরোধে এ মতবিনিময় সভা" অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিউজা উল জান্নাহ, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুল ইসলাম বকুল প্রমুখ।
সভায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারী, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলার বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন।