বাসস
  ১৮ এপ্রিল ২০২৩, ১৪:৫৫

ভোলার লালমোহন ও তজুমদ্দিনে ঈদ উপহার বিতরণ

ভোলা, ১৮ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় আজ ১৫ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহারের শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের নিজ তহবিল থেকে মঙ্গলবার ৯টা থকে দুপুর ১টা পর্যন্ত এ দুই উপজেলায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এর মধ্যে লালমোহনে ৯ হাজার ও তজুমদ্দিনে ৬ হাজার পরিবার রয়েছে। এসময় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন উপস্থিত থেকে এসব শাড়ি-লুঙ্গি অসহায়দের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।