বাসস
  ১৮ এপ্রিল ২০২৩, ১৬:৫৪
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৭:০০

বায়ুদূষণ বিরোধী অভিযান অব্যাহত: ঢাকায় ৭টি যানবাহনকে জরিমানা

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৩ (বাসস) : বায়ুদূষণের বিরুদ্ধে চলমান মাসব্যাপী   বিশেষ অভিযানে ঢাকায় ৭ টি যানবাহনের কাছ থেকে ২২ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, মন্ত্রণালয়ের  নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা শাহীনের নেতৃত্বে ঢাকার খিলক্ষেত এলাকায়  মোবাইল কোর্টে পরিচালনা করা হয়। অভিযানকালে যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের মাধ্যমে বায়ুদূষণের দায়ে ৭ টি যানবাহনকে জরিমানা করা হয়।  এ সময় মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এই মোবাইল কোর্ট পরিচালনা করছে। ঢাকার আশেপাশে বায়ুদূষণ বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।