শিরোনাম
নাটোর, ১৮ এপ্রিল, ২০২৩ (বাসস): জেলার লালপুর উপজেলা থেকে ১২২ রাউন্ড গুলিসহ দু’টি একনলা বন্দুক ও একটি করে রাইফেল এবং শটগান উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা ১টার দিকে নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. সাইফুর রহমান।
পুলিশ সুপার জানান, সোমবার দিনগত রাত পৌনে ৩টার দিকে লালপুর উপজেলার বিলমাড়িয়া চর হতে বিলমাড়িয়া স্টেডিয়ামের দিকে একটি মোটর সাইকেল আসছিল। এসময় পুলিশের চেকপোস্ট মোটর সাইকেলকে সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা তিনব্যক্তি একটি রেজি.বিহীন মোটরসাইকেল এবং অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র এবং গুলি উদ্ধার করে।
এ বিষয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।