শিরোনাম
যশোর, ১৮ এপ্রিল, ২০২৩ (বাসস): ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে আজ আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়েছে।
যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল ও বিশেষ অতিথি ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জি. মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
সভাপতিত্ব করেন- সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। স্বাগত বক্তব্য প্রদান করেন- জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মোজাম্মেল হক। সঞ্চলনা করেন সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান। সহকারী তথ্য অফিসার রমজান আলী।
এ সময় নেতৃবৃন্দ মুজিবনগর সরকারের প্রেক্ষাপট, তাৎপর্য ও মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের অবদান সম্পর্কে আলোকপাত করেন।
আলোচনা শুরুর আগে মুজিবনগর সরকার সম্পর্কীত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিপুল সংখ্যক নারী পুরুষ এসময় উপস্থিত ছিলেন।