শিরোনাম
জয়পুরহাট, ১৯ এপ্রিল, ২০২৩ (বাসস): আসন্ন ঈদ উল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে জয়পুরহাট-১ আসনের অধীন সদর ও পাঁচবিবি উপজেলার তিন হাজার দরিদ্র -অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে । বুধবার সকাল ১০টায় পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে বিতরণ কার্যক্রমের সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
জয়পুরহাট সদর উপজেলার ৯ ইউনিয়ন ও এক পৌরসভা এবং পাঁচবিবি উপজেলার ৮ ইউয়িনয় ও এক পৌরসভায় বসবাস করা তিন হাজার দরিদ্র-অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ওই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানদের নেতৃত্বে আওয়ামীলীগ নেতাকর্মীরা বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। তিনি বলেন, আওয়ামীলীগের জন্মই হয়েছে দরিদ্র ও অসহায়দের সেবা করার জন্য। দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। বুধবার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করার মধ্য দিয়ে বিতরণ কার্যক্রমের সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান ও পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল। স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা ছাড়াও অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমূখ। বিতরণকৃত প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পাঞ্জাবী, শাঁিড়, লুঙ্গি, চিনি, সেমাই ও ইফতার সামগ্রী।