বাসস
  ১৯ এপ্রিল ২০২৩, ১২:১২

নড়াইলে ভিজিএফ এর চাল বিতরণ শুরু

নড়াইল, ১৯ এপ্রিল, ২০২৩ (বাসস): আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সম্প্রতি  নড়াইল ভিজিএফ কর্মসূচির আওতায় ৪৯ হাজার ৩’শ ২৮ জন কার্ডধারী দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ কর্যক্রম শুরু হয়েছে। 
নড়াইল পৌরসভার কার্যালয়ে পৌরসভার কার্ডধারীদের মাঝে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। এ কর্মসূচির আওতায় নড়াইল পৌরসভায় ৪ হাজার ৬’শ ২১ জন কার্ডধারীকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এ সময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানাগেছে, এ বছর জেলার ৪৯ হাজার ৩২৮ জন কার্ডধারীর জন্য ৪’শ ৯৩ দশমিক ২৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে ।
এর মধ্যে জেলার ৩টি উপজেলায় ২০ হাজার ৪৩ জন কার্ডধারীর জন্য ২’শ ৪৩ মেট্রিক টন ও ৩টি পৌরসভায় ২৯ হাজার ২’শ ৮৫ জন কার্ডধারীর জন্য ২’শ ৯২ দশমিক ৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি কার্ডধারীকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হবে এবং এ কর্মসূচি পবিত্র ঈদ ঊল ফিতরের আগের দিন পর্যন্তু এ চাল বিতরণ কার্যক্রম চলবে।