বাসস
  ১৯ এপ্রিল ২০২৩, ১৩:২৯
আপডেট  : ১৯ এপ্রিল ২০২৩, ১৪:৪৩

ময়মনসিংহে বিজিএফের ৩ হাজার ৫৯০ টন চাল বরাদ্দ ও বিতরণ শুরু

ময়মনসিংহ, ১৯ এপ্রিল, ২০২৩ (বাসস): ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, অসহায়, দরিদ্রের মাঝে বিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, এ বছর সরকার বিজিএফ কর্মসচির আওতায় ময়মনসিংহ জেলার ৩ হাজার ৫৯০ টন চাল বরাদ্দ করেছে।
কর্মসূচির আওতায় জেলার ১৩টি উপজেলা ও ১০টি পৌরসভায় সর্বমোট ৩লক্ষ ৫৯ হাজার ৮৯ জন কার্ডধারী ঈদ উপলক্ষে বিজিএফের চাল বিনামূল্যে পাচ্ছেন। সূত্রটি আরও জানায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের ঈদের আগেই প্রতি কার্ডধারীকে ১০ কেজি চাল বিতরণ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনার আলোকে উপজেলা নির্বাহী অফিসাররা বিশেষ তত্ত্বাবধানে বিতরণ কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন। প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের মাধ্যমে যাচাই বাছাই করে তালিকা প্রস্তুত করা হয়েছে। যাতে সত্যিকার গরীব, অসহায়রা এ সুযোগ পেতে পারে। তিনি আরও জানান, এবারে জেলায় ১৩টি উপজেলার মোট কার্ডধারীর মধ্যে রয়েছে হালুয়াঘাট ২৬ হজার ৭শ ১৯, ধোবাউড়া ২৭ হাজার ৮শ ৮০, তারাকান্দা ২৫ হাজার ৩শ ৩৬, ফুলপুর ২১ হাজার ৫শ ৪৫, ময়মনসিংহ সদর ২৮ হাজার ৮শ ৯৬, গৌরীপুর ২৫ হাজার ৭শ ৫৭, নান্দাইল ৩০ হাজার ৩শ ১২, ফুলবাড়ীয়া ২৬ হাজার ৩শ ৩৩, মুক্তাগাছা ২২ হাজার ৯৭, তিশাল ১৯ হাজার ২, ঈশ^রগঞ্জ ২৮ হাজার ৭শ ৯৪, গফরগাঁও ২০ হাজার ৪শ ১৩ এবং ভালুকা উপজেলায় ১৪ হাজার ৪শ ১৬জন কার্ডধারী এ কর্মসূচির  আওতায় আনা হয়েছে। একই সাথে ১০ পৌরসভার মধ্যে পৃথকভাবে চাল বরাদ্দ করা হয়েছে এবং ইতোমধ্যে পৌরসভা গুলোতেও চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান।