বাসস
  ১৯ এপ্রিল ২০২৩, ২১:২০

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক পেলেন সিইউজের ২৩০ সদস্য

চট্টগ্রাম, ১৯ এপ্রিল ২০২৩ (বাসস) : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে ঈদ উপহারের চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে সিইউজের ২৩০ জন সদস্যের মাঝে এসব চেক বিতরণ করা হয়।
সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ আলী আব্বাস ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক ও মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সিইউজের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রুবেল খান, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।