বাসস
  ২০ এপ্রিল ২০২৩, ১৫:২১

নড়াইলে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নড়াইল, ২০ এপ্রিল, ২০২৩ (বাসস): ঈদুল ফিতর উপলক্ষে আঞ্জুমান মুফিদুল ইসলাম নড়াইল জেলা শাখার উদ্যোগে প্রতিবন্ধী, অসহায়, অসচ্ছল ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের পুলিশ লাইনের সন্নিকটে সংস্থাটির জেলা কার্যালয়ে বিনামূল্যে সেমাই, চিনি, গুড়াদুধ, সুজি ও সাবান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ফকরুল হাসান। 
আঞ্জুমান মুফিদুল ইসলাম নড়াইল জেলা শাখার সভাপতি আব্দুর রশিদ মন্নুর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আঞ্জুমান মুফিদুল ইসলাম নড়াইল জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম,এম মোসলেম উদ্দিন নান্নু, কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন। মোট ৬৫ জন প্রতিবন্ধী, অসহায়,অসচ্ছল ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।