বাসস
  ২০ এপ্রিল ২০২৩, ১৮:০০

লক্ষ্মীপুরে ৫৫০ জন অসহায় মানুষের মধ্যে পুলিশের ঈদ উপহার বিতরণ

লক্ষ্মীপুর, ২০ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলায় আজ অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধী ৫৫০ জন মানুষের মধ্যে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন্স শহীদ গিয়াস উদ্দিন ড্রিলশেডে এই আয়োজন করে জেলা পুলিশ।
এসময় ৫৫০ জন অসহায়, হতদরিদ্র ও বাক-প্রতিবন্ধী মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।
এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মংনেথোয়াই মারমা, ডিআইও-১ এ কে এম আজিজুর রহমান মিয়া, আরআই (পুলিশ লাইন্স), মো. আবদুস সামাদসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।