বাসস
  ২১ এপ্রিল ২০২৩, ১০:১৩

নড়াইল পৌর এলাকার ১৭টি স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে

নড়াইল, ২১ এপ্রিল, ২০২৩ (বাসস) : নড়াইল জেলা সদরের পৌরসভা এলাকার ১৭টি স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাতের সময়সূচি নির্ধারণ করেছে জেলা প্রশাসন। ঈদুল ফিতরের নামাজের জামাত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করতে নড়াইল পৌরসভার মেয়রকে আহবায়ক করে ৫সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।    
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়,নড়াইল পুলিশ লাইন ঈদগাহে সকাল সাড়ে ৭টায়,নড়াইল জেলা কারাগার সংলগ্ন ঈদগাহে সকাল ৮টায়,নড়াইল সদর  থানা পুলিশ স্টেশন ঈদগাহে সকাল পৌনে ৮টায়,বরাশুলা ঈদগাহে সকাল ৮টায়,নড়াইল মহিলা মাদ্রাসা ঈদগাহে সকাল ৮টায়,কুড়িগ্রাম পশ্চিমপাড়া ঈদগাহে সকাল ৮টায়,রুপগঞ্জ পুলিশ ফাঁড়ি জামে মসজিদ ঈদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়,দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়,রুপগঞ্জ জামে মসজিদে সকাল ৮টায়,ভওয়াখালী ক্লাব মাঠ ঈদগাহে সকাল সাড়ে ৮টায়,নড়াইল পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়,নড়াইল আনসার ভিডিপি অফিস সংলগ্ন ঈদগাহে সকাল  ৮টায়,মাছিমদিয়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়,আলাদাতপুর জামে মসজিদ ঈদগাহে সকাল সাড়ে ৮টায়,ভওয়াখালী আলকোবা নূরজাহান ইসলামী কল্যাণ ট্রাস্ট ঈদগাহে সকাল সাড়ে ৮টায়,ভাদুলীডাঙ্গা জামাল সাহেবের চাউলের চাতাল ঈদগাহে সকাল ১০টায় এবং নড়াইল জমিদার বাড়ি  ঈদগাহে সকাল ৮টায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।পবিত্র ঈদুল ফিতরের দিন বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, ঈদুল ফিতরের নামাজের জামাত সুষ্ঠু ও সুন্দরভাবে সফল করতে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। একমাস পবিত্র সিয়াম সাধনার পর আমাদের জীবনে এক অনাবিল প্রশান্তি ও আনন্দ আনে ঈদের এ দিনে।