শিরোনাম
ভোলা, ২১ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলার লালমোহন উপজেলায় আজ ১ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদের শাড়ি-লুঙ্গি ও ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার চরউমেদ ইউনিয়নের একটি মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে এসব ঈদ উপহার তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের নিজ উদ্যোগে ঈদের নতুন বস্ত্র ও সরকারিভাবে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় এমপি শাওন বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে কাজ করছে সরকার। তাই ঈদ এলেই সাধারণ মানুষের মাঝে চালসহ অনান্য উপহার তুলে দেওয়া হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাজাহান ব্যাপারী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, সহ সভাপতি দিদারুল ইসলাম অরুণ প্রমুখ ।