বাসস
  ২১ এপ্রিল ২০২৩, ১৫:৪৩

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান পরিকল্পনা মন্ত্রীর 

সুনামগঞ্জ ২১ এপ্রিল,২০২৩ (বাসস) : পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান গণতন্ত্রকে অর্থবহ ও জবাবদিহিতামূলক শাসন প্রতিষ্ঠায় বিরোধীদল বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  পরিকল্পনামন্ত্রী এই আহবান জানান।
তিনি বলেন,পবিত্র ঈদুল আযহার শিক্ষা নিয়ে রমজানের তাৎপর্যকে উপলব্ধি করে ধৈর্য্য ও সংযমের পথে এগিয়ে আসুন। আন্দোলনের ভয় দেখিয়ে, নাশকতা সৃষ্টি করে এবং ঈদের জামাতে বোমা বিস্ফোরন ঘটিয়ে ক্ষমতায় আসা যাবেনা। 
উপজেলা আওয়ামীলীগ সভাপতি সিতাংশু তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.হাসনাত হোসাইনের  পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নোমান বখত পলিন, জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান বারী সুজন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন ও জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।