বাসস
  ২১ এপ্রিল ২০২৩, ১৯:২২

লালমনিরহাটে একলাখ ৪০ হাজার মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ

লালমনিরহাট, ২১ এপ্রিল ২০২৩ (বাসস) : আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলার পাঁচটি উপজেলায় প্রায় দেড়লাখ দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে  জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় একলাখ ৩১ হাজার মানুষকে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এবং জেলার ২টি পৌরসভার নয়হাজার দুইশ’ ৬৮ জন মানুষের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
লালমনিহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্ জানান, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একলাখ ৪০ হাজার দুইশ’ আটষট্টি জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।
এদিকে, আজ শুক্রবার জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান।