বাসস
  ২২ এপ্রিল ২০২৩, ১২:১৮

নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

নড়াইল, ২২ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে আজ শনিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান ঈদ জামাতে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওয়াকিউজ্জামান। এ সময় দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো, ফকরুল হাসান, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা,আইনজীবীসহ সর্বস্তরের মুসল্লিরা ঈদ জামাতে শরিক হন।
এছাড়া সকাল সাড়ে ৭টায় পুলিশ লাইনস্ সংলগ্ন ঈদগাহ, পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদ, সকাল ৭.৪৫ টায় সদর থানা পুলিশ ষ্টেশন ঈদগাহ, সকাল ৮টায়  নড়াইল জেলা কারাগার সংলগ্ন ঈদগাহ, রুপগঞ্জ বাজার জামে মসজিদ, বরাশুলা ঈদগাহ, শাহাবাদ মহিলা মাদ্রাসা ঈদগাহ এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলার অন্যান্য মসজিদে মসজিদ কমিটির নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।