শিরোনাম
বাগেরহাট, ২২ এপ্রিল, ২০২৩ (বাসস) : প্রতিবারের মতো এবারও বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বজ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
এই মসজিদে ঈদের প্রথম জামাত শনিবার সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও সর্বশেষ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া (কামিল)মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করেন বাগেরহাট শহরের সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আমাদের গর্ব। মুসলিম স্থপত্যের এক অনন্য নিদর্শন। জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আগত মুসল্লীরা শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করেছেন।