বাসস
  ২২ এপ্রিল ২০২৩, ১২:৫১

গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২২ এপ্রিল, ২০২৩ (বাসস) : দেশ ও জাতির মঙ্গল কামনা করে গোপালগঞ্জে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ৮ টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতের ইমামতি করেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান। এ জামাতে পুরুষের পাশাপাশি নারীরা অংশ নেন।
ঈদের জামাতে জেলা প্রশাসক কাজী মাহবুববুল আলম, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এ সময় তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এই জামাতে প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এরপর ঈদের দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় থানাপাড়া জামে মসজিদে এবং সকাল ৯টায় তৃতীয় জামাত গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। প্রধান জামাত ছাড়াও ১৫ মিনিট পরপর পুলিশ লাইন মাঠ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে শিশুসহ নানা বয়সের মানুষ। ঈদ জামাত উপলক্ষে জেলায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এছাড়া জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।