বাসস
  ২২ এপ্রিল ২০২৩, ১৩:৩০

কুষ্টিয়ায় ১৩০টি ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্টিত

কুষ্টিয়া, ২২ এপ্রিল, ২০২৩ (বাসস) : গ্রীষ্মের প্রখর রৌদ্রতাপ উপেক্ষা করে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহসহ জেলার ১৩০টি ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্টিত হয়েছে।
আজ সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ ও বায়তুল জান্নাত জামে মসজিদ ঈদগাহে ঈদের প্রথম জামাত অনুষ্টিত হয়েছে। ঈদের নামাজে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. শেখ হাসান মেহেদীসহ সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশগ্রহণ করে।
নামাজ শেষে প্রখর তাপপ্রবাহ থেকে মুক্তি চেয়ে আল্লাহপাকের কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শেষে মুসুল্লীরা কোলাকুলি করে কুশল বিনিময় করা হয়। কোভিডের পর এই প্রথমবারের মত কোন প্রকার স্বাস্থ্যবিধি ছাড়াই মানুষ ঈদগাহে ঈদের জামায়াত আদায় করতে পেরেছে।