বাসস
  ২২ এপ্রিল ২০২৩, ১৩:৩৫

মাগুরায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

মাগুরা, ২২ এপ্রিল, ২০২৩ (বাসস): ধর্মীয় ভাবগার্ভীয্যের মধ্য দিয়ে মাগুরায় আজ শনিবার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে।
সকাল ৮ টায় শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান।  
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ ধর্মপ্রাণ মুসল্লীরা ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সাকিব আল হাসান, জেলা প্রশাসক ও পৌর মেয়র। এছাড়া জেলার পিটিআই মসজিদ মাঠ, জজ কোর্ট মসজিদ, ভায়না পৌর গোরস্থান, কলেজপাড়া হাজী সাহেব হুজুরের দরগা শরিফ, নতুন বাজার জামে মসজিদ, মোল্যাপাড়া জামে মসজিদ, শিবরামপুর, আবালপুর, নিজনান্দুয়ারী, পারনান্দুয়ালীসহ জেলার শ্রীপুর,শালিখা, মহম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকায়  ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।