বাসস
  ২২ এপ্রিল ২০২৩, ১৪:০৩
আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৪:১৮

বান্দরবানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বান্দরবান, ২২ এপ্রিল, ২০২৩ (বাসস) : পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাত বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৭টায় এ ঈদগাহে অনুষ্ঠিত ঈদের নামাজে প্রশাসনের পদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ হাজারো মুসল্লী একসাথে ঈদের নামাজ আদায় করেন।
এসময় জামাত পরিচালনা করেন বান্দরবান বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ এহসানুল হক আল মঈনী। নামাজ শেষে খুতবা পড়েন তিনি। পরে তিনি দেশ- জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন।
দূর-দূরান্ত থেকে ছোট বড় এবং শিশুরাও নতুন কাপড় পরে ঈদের জামাতে শরিক হতে ছুটে আসেন ঈদগাহ মাঠে ।
ঈদের দ্বিতীয় প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এসময় জামাত পরিচালনা করেন বান্দরবান স্টেডিয়াম জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ।
জামাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ ।