বাসস
  ২৩ এপ্রিল ২০২৩, ১৪:৪৬

গোপালগঞ্জের কোটালীপাড়ার অগ্নিকান্ডে ৩৪টি দোকান ভস্মীভূত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৩ এপ্রিল ২০২৩ (বাসস) : জেলার কোটালীপাড়া উপজেলায় আজ অগ্নিকান্ডে ৩৪টি দোকান ভস্মীভ’ত হয়েছে।
শনিবার (ঈদের দিন) দিবাগত রাত ১০টায় কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের বেপারী পট্টিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাজারের বেপারী পট্টির মহিউদ্দিন তালুকদারের হোমিও ঔষধের দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, স্থানীয় স্বেচ্ছাসেবী ও ঘাঘর বাজারের ব্যবসায়ীরা প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় বাবু মোল্লার সুতার দোকান, আব্দুল্লাহ ক্রোকারিজ, এসকেন্দার ফরাজীর মুদি দোকান, উজ্জল মধুর স্বর্ণের দোকান, হানিফ খানের মুদি দোকান, সুজান দাসের হার্ডওয়ারি,  সোবহান খলিফার মুরগির দোকান, সোহাগ শেখের মুরগির দোকান, অনতোষ বৈদ্যের স্বর্ণের দোকান, উজ্জল পান্ডের হার্ডওয়ারি, শহীদ তালুকদারের চায়ের দোকানসহ ৩৪ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আগুন নিভাতে গিয়ে ৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে ঘাঘর বাজারের বেপারী পট্টিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় ৩৪ টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।
এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে শনিবার রাতে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা প্রমুখ ক্ষতিগ্রস্থ বাজার পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার আশ^াস দিয়েছেন।