বাসস
  ২৩ এপ্রিল ২০২৩, ১৫:১৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত 

বগুড়া, ২৩ এপ্রিল, ২০২৩ (বাসস): জেলার শাজাহানপুর উপজেলায় আজ মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে রাজা মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১ টার দিকে উপজেলার ক্যান্টনমেন্ট বি-ব্লক শালুকগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহত রাজা মিয়া (৪০) শাজাহানপুর উপজেলার আমরুল ফুলকোট গ্রামের মৃত শুকুর আলী ছেলে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী দ্রুতগতির একটি বাস ও মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রাজা মিয়া মহাসড়কে ছিঁটকে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক কলেজের মর্গে পাঠানো হয়েছে।