শিরোনাম
নাটোর, ২৩ এপ্রিল, ২০২৩ (বাসস): জেলার নলডাঙ্গা উপজেলায় আজ পাটুল হাপানিয়া উচ্চবিদ্যালয় ও কলেজে সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে দশটায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে উৎসব উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সোলায়মান প্রামানিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব বজলুর রহমান, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার ও কলেজের অধ্যক্ষ ওয়ারেশ আলী।
উৎসবের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও রয়েছে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপন এবং প্রকাশনা।