শিরোনাম
নোয়াখালী, ২৩ এপ্রিল, ২০২৩ (বাসস): জেলার সুবর্ণচরে মোটরসাইকেল চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম আবরার ফাহাদ আবিদ (৪)। সে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের চরবাটা গ্রামের আকবর হোসেনের ছেলে।
রোববার দুপুরে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের সড়কের মধু মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মামা আরিফ সবুজ জানান, আবিদ বাড়ির সামনে কয়েকজন শিশুর সাথে খেলাধুলা করছিল। ওই সময় জোবায়ের বাজার মুখি বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে সে গুরুত্বর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।