বাসস
  ২৫ এপ্রিল ২০২৩, ১৭:০৫

রাষ্ট্রপতি আগামীকাল বঙ্গবন্ধুর সমাধিতে  শ্রদ্ধা নিবেদন করবেন

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৩ (বাসস) : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। দুপুর সাড়ে ১২টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানাবেন। 
সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল সেখানে তাঁকে অনার গার্ড প্রদান করবেন। রাষ্ট্রপ্রধান মোটর শোভাযাত্রায় পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া যাবেন। 
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সেখানে ফাতেহা পাঠ করবেন এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার  শান্তি কামনায় মোনাজাতে অংশ নেবেন।
রাষ্ট্রপতি মাজার প্রাঙ্গণে দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করবেন। বিকেলে তাঁর বঙ্গভবনে ফেরার কথা রয়েছে।