বাসস
  ২৬ এপ্রিল ২০২৩, ১২:৫৭

বগুড়ায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

বগুড়া, ২৬ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলায়  আজ সকালে  আন্তর্জাতিক  শব্দ সচেতনতা দিবস  পালিত হয়েছে।সুরক্ষিত শ্রবণ , সুরক্ষিত  জীবন এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটিতে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শব্দদূষণ নিয়ন্ত্রণ সমন্বিত ও অংশিদারিত্ব মূলক প্রকল্প এর আওতায় বগুড়া জেলা প্রশাসকের সহযোগিতায়  জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক র‌্যালী শহর প্রদক্ষিণ করে  জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।  পরে জেলা প্রশাসকের সভা কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শব্দ দূষণ মানব দেহে মারত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। শব্দদূষণ মানব দেহের কান দিয়ে প্রবেশ করে মস্তিস্কে প্রবেশকরে । ফলে মানুষ বিশেষ করে শিশুরা বধির হয়ে পড়ে। এ থেকে সকলকে সতর্ক হতে  হবে।
বগুড়ার অতিরিক্ত  জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা সিভিল সার্জন ডা: মোহাম্দ শফিউল আজম, অতিরিক্ত  পুলিশ সুপার সরাফত হোসেন, জেলা শ্রম অধিদপ্তরের  অতিরিক্ত মহাপরিদর্শক  ইকবাল  হোসেন খান,  পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মহাথির মোহম্মদসহ বিভিন্ন সরকারি ,এনজিও  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।