বাসস
  ২৬ এপ্রিল ২০২৩, ১৩:৪২

লক্ষ্মীপুরে আগুনে ৫টি দোকানঘর পুড়ে ছাই 

লক্ষ্মীপুর, ২৬ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলা সদরের জকসিন দক্ষিণ বাজারে গতরাতে আগুনে ৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আরও তিনটি দোকান আংশিক পুড়ে যায়।
মঙ্গলবার রাত ১২টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায়  ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে জহির ষ্টোর (মুদি), ফালাক মিষ্টি এন্ড কনফেকশনারি, বিসমিল্লাহ হার্ডওয়ার এন্ড ক্রোকারিজ, পূর্ণিমা ফ্যাশন, অপূর্ব ফ্যাশন পুরোপুরি পুড়ে গেছে। এছাড়া মনপুরা ফ্যাশন, মক্কা ইলেকট্রনিক্স ও বিসমিল্লাহ হোটেল আংশিক পুড়ে যায়। 
বাজারের নৈশ্য প্রহরী আবুল বাশার জানান, রাত ১২ টার দিকে জকসিন বাজারে দক্ষিণ গলির বিসমিল্লাহ  কুকারিজের পেছনের অংশে আগুন দেখতে পান। বিষয়টি স্থানীয় লোকজনসহ বাজার কমিটির লোকজনকে জানান তিনি।
জকসিন বাজার বণিক সমিতির সভাপতি আবদুল আজিম শাকিল বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এতে বাজারের অন্য দোকানগুলো আগুন থেকে রক্ষা পায়। আগুনে ৮টি দোকানের মধ্যে ৫টি পুরোপুরি পুড়ে গেছে। বাকী তিনটি আংশিক পুড়ে যায়। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বাসসকে বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো অনুমান করা যায়নি।