বাসস
  ২৬ এপ্রিল ২০২৩, ১৬:৩২

সিলেটে নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

সিলেট, ২৬ এপ্রিল (বাসস) : সিলেট সদর ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান শপথ পাঠ করেছেন। আজ বুধবার দুপুরে তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মজিবর রহমান। এর আগে, গত ১৬ মার্চ বৃহস্পতিবার দুই উপজেলার ৮ ইউনিয়নে ভোটগ্রহণ হয়।
নির্বাচনে সিলেটের সদর উপজেলার ৩টি ইউনিয়নের মধ্যে খাদিমনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. দিলোয়ার হোসেন, খাদিমপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বদরুল ইসলাম আজাদ ও টুকেরবাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. সফিকুর রহমান বিজয়ী হন।
নৌকা প্রতীক নিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা সদর ইউনিয়নে তায়ফুর রহমান শাহিন, মাইজগাঁও ইউনিয়নে জুবেদ আহমেদ চৌধুরী শিপু ও ঘিলাছড়া ইউনিয়নে সাইফুল ইসলাম মনা , উত্তর কুশিয়ারা ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী আহমেদ জিলু এবং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবজাল হোসাইন বিজয়ী হন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা পিয়াংকা।