শিরোনাম
ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৩ (বাসস) : সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আসমা জেরিন ঝুমুরের করা মানহানির মামলায় চারজনকে এক বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন, সাহিদ ভাসানী, মো. আসাদুজ্জামান, নাসির ভাসানী ও শুকুর ভাসানী।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ের পর আসামিপক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২২ সালের ১ মার্চ এই মামলা করেন সংরক্ষিত মহিলা আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আসমা জেরিন ঝুমু।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সামনে '৪ নং নিউ ইস্কাটন রোড ফকির মাহমুদ ওয়াকফ এস্টেটের জমি জবর দখলকারী মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা ঝুমুরের বিচার চাই, বিচার চাই'- ব্যানার টানিয়ে তার মান-সম্মানের উপর চরম আঘাত হেনেছে। এইভাবে আসামিরা ৫শ’ ধারার আওতায় অপরাধ করেছেন।
আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে হাতিরঝিল থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক সুব্রত দেবনাথ আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ নভেম্বর চার আসামির বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর চার মাসের মধ্যে বিচার শেষ হয়। বিচার চলাকালে ৫ জনের তিনজন আদালতে জবানবন্দী দেন।