বাসস
  ২৬ এপ্রিল ২০২৩, ২১:২৯

স্বাধীনতার পক্ষের শক্তির ওপর আঘাত আসলে চট্টলাবাসী প্রতিহত করবে : মেয়র

চট্টগ্রাম, ২৬ এপ্রিল, ২০২৩ (বাসস) : দেশের চলমান উন্নয়নযজ্ঞ ঠেকাতে সক্রিয় অপশক্তি স্বাধীনতার পক্ষের শক্তির ওপর আঘাত করলে চট্টলাবাসী প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। 
আজ বুধবার লালদিঘি ময়দানে আয়োজিত চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসবে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে মেয়র বলেন, বৃটিশ শাসনামল থেকে প্রতিটি ঐতিহাসিক প্রতিরোধের নেতৃত্ব দিয়েছে চট্টলাবাসী। একাত্তরের মুক্তিযুদ্ধ কেবল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ছিল না, এ যুদ্ধ ছিল আমাদের সাংস্কৃতিক স্বতন্ত্র রক্ষার যুদ্ধও। আজও এ যুদ্ধ চলমান, আর এ যুদ্ধে আমাদের জিততেই হবে। 
মেয়র বলেন, ‘আজকের উৎসবে চট্টলাবাসীকে আহবান জানাচ্ছি আমরা যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের রোলমডেলে পরিণত করতে কাজ করছি তাদের মনে রাখতে হবে পাকিস্তানের প্রেতাত্মারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। এ ষড়যন্ত্র ঠেকাতে বীর চট্টলাবাসীকে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে আমরা জীবন দিব, কিন্তু বাংলাদেশকে বেহাত হতে দিব না।’
উদ্বোধনী অনুষ্ঠানের পর এক বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন চসিক মেয়র, সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, কাউন্সিলর জহর লাল হাজারী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, দেবাশীষ পাল দেবু, হেলাল উদ্দিন, আরশেদুল আলম বাচ্চু, নুরুল আজম রনি, জাকারিয়া দস্তগীরসহ সর্বস্তরের জনসাধারণ।