বাসস
  ২৭ এপ্রিল ২০২৩, ১২:২২

ভোলার বোরহানউদ্দিনে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ভোলা, ২৭ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেল’র দুই আরহী নিহত হয়েছে। মৃতরা হলো, মনির শরিফ (৫৫) ও আলী আজগর (৩৫)। তারা সম্পর্কে জামাই শ্বশুর। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বৈদ্দের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাজিব বাসস’কে জানান, সকালে ভোলা থেকে যাত্রী নিয়ে সাজনী সুপার পরিবহনের একটি বাস চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বৈদ্দের পুল এলাকায় পাশর্^বর্তী সড়ক থেকে একটি মোটর সাইকেল মূল সড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহত মনির শরিফ উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও আলী আজগর ৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানান তিনি।