বাসস
  ২৭ এপ্রিল ২০২৩, ১৪:২৮

আপিল বিভাগের চেম্বার কোর্টের সময়সূচির পরিবর্তন

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৩ (বাসস) : সপ্তাহের তিন দিন যথাক্রমে রোববার, সোমবার ও বুধবার দুপুর আড়াইটা থেকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম চলবে।  
এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন। ‘আপিল বিভাগের দৈনিক চেম্বর জজ শুনানির সময় পরিবর্তন সংক্রান্ত’ শীর্ষক বিজ্ঞপ্তির ভাষ্য মতে- প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য গত ২০ জানুয়ারি থেকে দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি এম,  ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন।
বিচারপতি এম, ইনায়েতুর রহিম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৩০ এপ্রিল থেকে সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর আড়াইটা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে যথারীতি শুনানি গ্রহণ করবেন।