বাসস
  ২৭ এপ্রিল ২০২৩, ১৯:০২

ফেনীতে কৃষকের পাশে ছাত্রলীগ

ফেনী, ২৭ এপ্রিল ২০২৩ (বাসস) : জেলায় আজ বোরো মৌসুমে ফসল ঘরে তুলতে কৃষকদের সহযোগিতা করছে বাংলাদেশ ছাত্রলীগ। 
আজ বৃহস্পতিবার সকাল হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সদর উপজেলার ফরহাননগর ইউনিয়নে তিন স্থানে কৃষকের পাকাধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। 
এসময় জেলা, সদর থানা, ফেনী পৌর ও ফেনী কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
একইদিন দাগনভূঞা ও সোনাগাজী উপজেলাতেও স্থানীয় ছাত্রলীগ ধানকাটা কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছে জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে।ধানকাটা কর্মসূচি প্রসঙ্গে জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু জানান, বোরো মৌসুমে শ্রমিক সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ফেনীতেও ছাত্রলীগ ধানকাটা কর্মসূচি বাস্তবায়ন করছে। আজ জেলাব্যাপী প্রায় চার একর জমির ধান কাটা হয়েছে।
কর্মসূচি প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ জানান, জেলা ছাত্রলীগের ১০টি ইউনিট জেলাব্যাপী ধানকাটা কর্মসূচি পালন করছে। চলতি বোরো মৌসুমে ধানকাটা শেষ হওয়া পর্যন্ত ছাত্রলীগ কৃষকের সহযোগিতায় মাঠে থাকবে বলে তিনি উল্লেখ করেন।