বাসস
  ২৭ এপ্রিল ২০২৩, ১৯:১৩

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি : আহত ১৩

নওগাঁ, ২৭ এপ্রিল, ২০২৩ (বাসস) :  নওগাঁয় আজ এক  সড়ক দুর্ঘটনায়  শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এই  দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৩ জন। 
পুলিশ জানায়, নওগাঁ-রাজশাহী মহাসড়কে জেলার মহাদেবপুর উপজেলার চকগৌরী হাট নামকস্থানে একটি যাত্রীবাহী বাস এবং পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানিয়েছেন, আজ বৃহষ্পতিবার বিকেল ৩টায় জেলার  মহাদেবপুর উপজেলার চকগৌরী হাট নামকস্থানে  নওগাঁ থেকে  রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাসের সাথে  বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়।  এই দুর্ঘটনায় আহত অন্তত ১৩ জনকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে ৬৫বছর বয়সের অজ্ঞাত আরও এক ব্যক্তিকে মৃত ঘোষণা করে চিকিৎসক। 
বর্তমানে নওগাঁ হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৭ জনের নাম পাওয়া গেছে।  তারা হচ্ছে- ফরিদ (৪২), রেজাউল (৫৫), বকুল (৩০), বাদশাহ (৩০), রনি (৩০), শরিফুল (২২) এবং তারিকুল (১৬)।