বাসস
  ২৭ এপ্রিল ২০২৩, ১৯:৪০

বগুড়ায় বোরো ধান কর্তনের উদ্বোধন : দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ

বগুড়া, ২৭ এপ্রিল, ২০২৩ (বাসস): জেলার সারিয়াকান্দি উপজেলায় বৃহস্পতিবার বোরো ধান কর্তনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। 
উদ্বোধনী অনষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেছেন, বর্তমান সরকার কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চান। শষ্য ভান্ডার খ্যাত বগুড়ায় কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে জেলা প্রশাসন নজরদারি অব্যাহত রাখবে। 
সকালে সারিয়াকান্দি ফুলবাড়ি ইউনিয়নের আমতলী গ্রামের কৃষক ছানাউল ইসলামের জমিতে বোরো ধান কর্তনের উদ্বোধন করেন। তিনি বলেন, যাদের জমির ফসল পেকে গেছে তাদের দ্রুত ধান কেটে ঘরে তোলার আহ্বান জানান। কারণ যে কোন মূহুর্তে ঝড়-শীলা বৃষ্টি হলে ধান নষ্ট হতে পারে।  
বোরোধান কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি-সোনাতলা আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। তিনি বলেন, বগুড়ায় শস্য হিমাগার স্থাপন করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে আবেদন দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে সামনের বছর বগুড়ায় একটি হিমাগার স্থাপন করা হবে। জননেত্রী শেখ হাসিনা সবসময় কৃষক এবং কৃষির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছেন।
বোরোধান কর্তন অনুষ্ঠানে উপস্থিত আরো উপস্থিত ছিলেন- সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া খামার বাড়ীর উপ-পরিচালক মতলবুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন কুমার বসাক। 
এ দিকে বৃহস্পতিবার সারিয়াকান্দি উপজেলা হাট ফুলবাড়ির হাটে ব্যাপারীরা কৃষকের কাছ থেকে (বিআর-২৮) ধান কিনছে সাড়ে ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা মন। 
সারিয়াকান্দির ফুলবাড়ির জহুরুর ইসলাম জানান, তিনি আধা পাকা ধান বিক্রি করেছেন ১ হাজার ১০০ টাকা মন। তবে শুকনা ধান  সাড়ে ১ হাজার ২০০ ৫০ টাকা। কৃষক লাল মোহাম্মদ জানান, বিঘাতে ১৯ মন থেকে ২২ মন পর্যন্ত ধান পেয়েছে অনেকে।