বাসস
  ২৭ এপ্রিল ২০২৩, ২০:৫৪

চরাঞ্চলে ১ হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে : জাকির হোসেন

কুড়িগ্রাম, ২৭ এপ্রিল, ২০২৩ (বাসস) : দেশের চরাঞ্চলে নতুন করে এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
তিনি বলেন, চলতি অর্থবছরে ২০টি চরে নতুন করে বিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে।
আজ কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সূবর্ণ জয়ন্তী উপলক্ষে দু’দিন ব্যাপী অনুষ্ঠানে থাকছে র‌্যালি, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ডকুমেন্টরী প্রদর্শন, র‌্যাফেল ড্র এবং ঢাকাস্থ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, ১৯৭৩ সালের ২৭ এপ্রিল কলেজটি প্রতিষ্ঠিত হয়। ৫০বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। 
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ৫০ বছর পূর্তি কর্মসূচির আহবায়ক ও ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.মশিউর রহমান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি প্রফেসর ড. আইনুল ইসলাম।