শিরোনাম
রাঙ্গামাটি, ২৮ এপ্রিল, ২০২৩ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আজ জেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
'বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা জজ আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙ্গামাটি সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড রাঙ্গামাটির চেয়ারম্যান সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মীর তাওহীদ হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান, জেলা বারের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদসহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীবৃন্দ, লিগ্যাল এইডের সেবা গ্রহীতারা।
বক্তারা বলেন, অসহায়, দুঃস্থ মানুষের আইনি সহায়তা পেতে এক অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙ্গামাটি লিগ্যাল এইড। যার মধ্য দিয়ে বিনামূল্যে আইনি সহায়তা পেয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখছে। আপোষে বিরোধ মীংমাসা করায় আদালতের মামলা জটের চাপ কমছে অন্যদিকে দ্রুত সমস্যার সমাধান হচ্ছে।
জেলা লিগ্যাল এইড কমিটি জানায়, রাঙ্গামাটিতে ১ হাজার ৩৭৮টি আপোষে বিরোধ মীমাংসার আবেদনের মধ্যে ১ হাজার ৩১৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
আপোষে বিরোধ মীমাংসার মাধ্যমে ১ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ২৯৪ টাকা আদায় করা হয়েছে।
শহরে একটি বর্ণাঢ্য র্যা লি বের করা হয়।